নিঃশেষ (nishesh)

শরৎবেলার বিত্তবিহীন মেঘ

          হারায়েছে তার ধারাবর্ষণ-বেগ;

ক্লান্তি-আলসে যাত্রার পথে দিগন্ত আছে চুমি,

          অঞ্জলি তব বৃথা তুলিয়াছ হে তরুণী বনভূমি।

শান্ত হয়েছে দিক্‌হারা তার ঝড়ের মত্ত লীলা,

          বিদ্যুৎপ্রিয়া স্মৃতির গভীরে হল অন্তঃশীলা

সময় এসেছে, নির্জনগিরিশিরে

          কালিমা ঘুচায়ে শুভ্র তুষারে মিশে যাবে ধীরে ধীরে।

অস্তসাগরপশ্চিমপারে সন্ধ্যা নামিবে যবে

          সপ্তঋষির নীরব বীণার রাগিণীতে লীন হবে।

                 তবু যদি চাও শেষদান তার পেতে,

ওই দেখো ভরা খেতে

                 পাকা ফসলের দোদুল্য অঞ্চলে

          নিঃশেষে তার সোনার অর্ঘ্য রেখে গেছে ধরাতলে।

                 সে কথা স্মরিয়ো, চলে যেতে দিয়ো তারে--

          লজ্জা দিয়ো না নিঃস্ব দিনের নিঠুর রিক্ততারে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.