১৮২ (bhojonmondire tabo)


ভজনমন্দিরে তব

     পূজা যেন নাহি রয় থেমে,

           মানুষে কোরো না অপমান।

যে ঈশ্বরে ভক্তি করো,

     হে সাধক, মানুষের প্রেমে

           তাঁরি প্রেম করো সপ্রমাণ।

 

 

  •  
  •  
  •  
  •  
  •