১২৮ (nutan juger protyushe kon)

নূতন যুগের প্রত্যুষে কোন্‌

      প্রবীণ বুদ্ধিমান

          নিত্যই শুধু সূক্ষ্ম বিচার করে--

যাবার লগ্ন, চলার চিন্তা

      নিঃশেষে করে দান

          সংশয়ময় তলহীন গহ্বরে।

নির্ঝর যথা সংগ্রামে নামে

      দুর্গম পর্বতে,

অচেনার মাঝে ঝাঁপ দিয়ে পড়্‌

      দুঃসাহসের পথে,

বিঘ্নই তোর স্পর্ধিত প্রাণ

      জাগায়ে তুলিবে যে রে--

জয় করি তবে জানিয়া লইবি

      অজানা অদৃষ্টেরে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.