১৩৫ (pashane pashane tobo shikhore shikhore)


পাষাণে পাষাণে তব শিখরে শিখরে

লিখেছ, হে গিরিরাজ, অজানা অক্ষরে

কত যুগযুগান্তরের প্রভাতে সন্ধ্যায়

ধরিত্রীর ইতিবৃত্ত অনন্ত-অধ্যায়।

মহান সে গ্রন্থপত্র, তারি এক দিকে

কেবল একটি ছত্রে রাখিবে কি লিখে--

তব শৃঙ্গশিলাতলে দুদিনের খেলা,

আমাদের ক'জনের আনন্দের মেলা।

 

 

  •  
  •  
  •  
  •  
  •