বিচার করিয়ো না। যেখানে তুমি রয়েছ, সে তো জগতে এক কোণা। যেটুকু তব দৃষ্টি যায় সেটুকু কতখানি, যেটুকু শোন তাহার সাথে মিশাও নিজবাণী। মন্দ-ভালো সাদা ও কালো রাখিছ ভাগে ভাগে। সীমানা মিছে আঁকিয়া তোল আপন-রচা দাগে। সুরের বাঁশি যদি তোমার মনের মাঝে থাকে, চলিতে পথে আপন-মনে জাগায়ে দাও তাকে। গানের মাঝে তর্ক নাই, কাজের নাই তাড়া। যাহার খুশি চলিয়া যাবে, যে খুশি দিবে সাড়া। হ'ক-না তারা কেহ-বা ভালো কেহ-বা ভালো নয়, এক পথেরি পথিক তারা লহো এ পরিচয়। বিচার করিয়ো না। হায় রে হায়, সময় যায়, বৃথা এ আলোচনা। ফুলের বনে বেড়ার কোণে হেরো অপরাজিতা আকাশ হতে এনেছে বাণী, মাটির সে যে মিতা। ওই তো ঘাসে আষাঢ়মাসে সবুজে লাগে বান, -- সকল ধরা ভরিয়া দিল সহজ তার দান। আপনা ভুলি সহজ সুখে ভরুক তব হিয়া, পথিক, তব পথের ধন পথেরে যাও দিয়া।
সন্ধ্যা হল, একলা আছি ব'লে এই-যে চোখে অশ্রু পড়ে গ'লে ওগো বন্ধু, বলো দেখি শুধু কেবল আমার এ কি। এর সাথে যে তোমার অশ্রু দোলে। থাক্-না তোমার লক্ষ গ্রহতারা, তাদের মাঝে আছ আমায়-হারা। সইবে না সে, সইবে না সে, টানতে আমায় হবে পাশে-- একলা তুমি, আমি একলা হলে।