২৪৭ (sonay rangay makhamakhi)

সোনায় রাঙায় মাখামাখি,

রঙের বাঁধন কে দেয় রাখি

      পথিক রবির স্বপন ঘিরে।

পেরোয় যখন তিমিরনদী

তখন সে রঙ মিলায় যদি

      প্রভাতে পায় আবার ফিরে।

অস্ত-উদয়-রথে-রথে

যাওয়া-আসার পথে পথে

      দেয় সে আপন আলো ঢালি।

পায় সে ফিরে মেঘের কোণে,

পায় ফাগুনের পারুলবনে

      প্রতিদানের রঙের ডালি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.