66
Verses
শ্রীমতী মায়া ও শ্রীমান পুলকের
শুভবিবাহ উপলক্ষে আশীর্বাদ
নব সংসার সৃষ্টির ভার
নতশিরে নিয়ো দুজনে,
মিলনাঞ্জলি যুগল হিয়ার
দিয়ো বিধাতার পূজনে।
কল্যাণদীপ জ্বালায়ো ভবনে
বিশ্বেরে কোরো অতিথি,
মানবের প্রেমে জাগায়ো জীবনে
পুণ্য প্রেমের প্রতীতি।
আরো দেখুন