মিলনের রথ চলে জীবনের পথে দিনে রাতে, বৎসরে বৎসরে আসে কালের নূতন সীমানাতে, চিরযাত্রী ঋতু যথা বসন্তের আনন্দমন্দিরে ফাল্গুনে ফাল্গুনে আনে মাধুরীর অর্ঘ্য ফিরে ফিরে।
বহু দিন ধ'রে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিষের উপরে একটি শিশিরবিন্দু।