আঘাত করে নিলে জিনে, কাড়িলে মন দিনে দিনে। সুখের বাধা ভেঙে ফেলে তবে আমার প্রাণে এলে, বারে বারে মরার মুখে অনেক দুখে নিলাম চিনে। তুফান দেখে ঝড়ের রাতে ছেড়েছি হাল তোমার হাতে। বাটের মাঝে হাটের মাঝে কোথাও আমায় ছাড়লে না যে, যখন আমার সব বিকালো তখন আমায় নিলে কিনে।
প্রতিদিন তব গাথা গাব আমি সুমধুর, তুমি মোরে দাও কথা তুমি মোরে দাও সুর। তুমি যদি থাক মনে বিকচ কমলাসনে, তুমি যদি কর প্রাণ তব প্রেমে পরিপূর-- প্রতিদিন তব গাথা গাব আমি সুমধুর। তুমি যদি শোন গান আমার সমুখে থাকি, সুধা যদি করে দান তোমার উদার আঁখি, তুমি যদি দুখ-'পরে রাখ হাত স্নেহভরে, তুমি যদি সুখ হতে দম্ভ করহ দূর-- প্রতিদিন তব গাথা গাব আমি সুমধুর।