শ্রীমতী ঊর্ম্মি দেবী কল্যাণীয়াসু
নবমিলন-পুর্ণিমায়
ঊর্ম্মি উঠে উচ্ছলি',
সুরলোকের আশিষ নামে
আলোকে তারে উজ্জ্বলি'।
প্রেমারতির শঙ্খসম
ধ্বনিত করে চন্দ্রমা
নীরব রবে শুভোৎসবে
প্রজাপতির বন্দনা।