৭২ (sangiter banipothe)


সংগীতের বাণীপথে

       ছন্দে গাঁথা তব নমস্কৃতি--

জাগালো অন্তরে মোর

       প্রেমরসে অভিষিক্ত গীতি।

বসন্তে কোকিল গাহে

       অলক্ষিত কোন্‌ তরুশাখে--

দূর অরণ্যের পিক

       সেই সুরে তারে ফিরে ডাকে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •