© Kriya Unlimited, 2010 - 2023
২৪ শ্রাবণ, ১৩২৯
আঁধারের লীলা আকাশে আলোক-লেখায়,
ছন্দের লীলা অচল মৃদঙ্গে।
অরূপের লীলা রূপের রেখায় রেখায়,
অতলের লীলা চপল তরঙ্গে।