আলো এল-যে দ্বারে তব
ওগো মাধবীবনছায়া--
দোঁহে মিলিয়া নব নব
তৃণে বিছায়ে গাঁথো মায়া।
চাঁপা, তোমার আঙিনাতে
ফেরে বাতাস কাছে কাছে--
আজি ফাগুনে এক-সাথে
দোলা লাগিয়ো নাচে নাচে।
বধূ, তোমার দেহলীতে
বর আসিছে দেখিছ কি?
আজি তাহার বাঁশরিতে
হিয়া মিলায়ে দিয়ো সখী।