৫৩ (dhorar angina hote oi shono)

ধরার আঙিনা হতে ওই শোনো

       উঠিল আকাশবাণী

অমরলোকের মহিমা দিল যে

       মর্ত্যলোকেরে আনি।

সরস্বতীর আসন পাতিল

       নীল গগনের মাঝে,

আলোকবীণার সভামণ্ডলে

       মানুষের বীণা বাজে।

সুরের প্রবাহ ধায় সুরলোকে,

       দূরকে সে নেয় জিনি।

কবিকল্পনা বহিয়া চলিল

       অলখ সৌদামিনী।

ভাষারথ ধায় পুবে পশ্চিমে

       সূর্যরথের সাথে--

উধাও হইল মানবচিত্ত

       স্বর্গের সীমানাতে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.