শান্তিনিকেতন, ২৮. ৯. ৩৯


 

৩২ (ghorer maya ghorer baire koruk ruprochona)


ঘরের মায়া ঘরের বাইরে করুক রূপরচনা,

বাইরের রসিক আনুক তার ফুলের মালা।

ঘরের বাণী ঘরের বাইরে বাজাক বাঁশি,

বাইরের উদাসী এসে দাঁড়াক তোমার আঙিনায়।

ঘরের হৃদয় ঘরের বাইরে পাতুক আসন,

সেই আসনে বাইরের পথিক এসে বসুক

                ক্ষণকালের তরে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •