১৩২৩


 

১২৯ (hethay akash sagor dharani)


    হেথায় আকাশ সাগর ধরণী

          কহিছে প্রাণের ভাষা,

    এইখানে এসে হৃদয় আমার

          পেয়েছে আপন বাসা।

      লভেছি গভীর শান্তি,

      দেখেছি অমৃতকান্তি,

    দুদিনে পেয়েছি চিরদিবসের

             বন্ধুর ভালোবাসা।

 

 

  •  
  •  
  •  
  •  
  •