© Kriya Unlimited, 2010 - 2023
শান্তিনিকেতন, ৩০. ১১. ৪৪
যাহা খুশি তাই করে
বিশ্বশিল্পী সকালে বিকালে
রঙের খেয়ালে।
সেই নেশা লেখনীতে এসে
মনেরে উদাসী করে
রঙিনের দেশে।