৩৯ (jonmer dine diyechhilo aji)

জন্মের দিনে দিয়েছিল আজি

     তোমারে পরম মূল্য

রূপসত্তায় এলে যবে সাজি

        সূর্যতারার তুল্য।

দূর আকাশের পথে যে আলোক

        এসেছে ধরার বক্ষে

নিমেষে নিমেষে চুমি তব চোখ

        তোমারে বেঁধেছে সখ্যে।

দূর যুগ হতে আসে কত বাণী

        কালের পথের যাত্রী--

সে মহাবাণীরে লয় সম্মানি

        তোমার দিবসরাত্রি।

সম্মুখে গেছে অসীমের পানে

        জীবযাত্রার পন্থ--

সেথা চল তুমি, বলো কেবা জানে

        এ রহস্যের অন্ত।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.