© Kriya Unlimited, 2010 - 2023
আষাঢ় । শ্রাবণ ১৩৪৩
কে জানে কার মুখের ছবি
কোথার থেকে ভেসে
ঠেকল অনাহূত আমার
তুলির ডগায় এসে।
সাইকো-এনালিসিস-যোগে
ইহার পরিচয়
পণ্ডিতেরা জানেন স্পষ্ট--
আমার জানা নয়।