১১০ (lekha ase bhir kore)

লেখা আসে ভিড় ক'রে,

            বসে তার মেলা--

কেহ আসে কেহ যায়

            কেহ করে খেলা।

আখরেতে বাসা বাঁধে

            ভাষা দিয়ে গাঁথা--

যে লেখে সে কোথা থাকে

            প'ড়ে থাকে খাতা।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.