১০০ (moumachhi modhu khoje)

মৌমাছি সে মধু খোঁজে মাধবীর ঝোপে,

জমা করে ফোঁটা ফোঁটা মৌচাকের খোপে।

ক্ষুধা ভোলে, স্বার্থ ভোলে, লোভ নাহি করে--

যাহা জোটে দেয় তাহা সকলের তরে।

মানুষ মনের অন্ন খোঁজে বিশ্বময়

যাহা পায় একা তাহা আপনারই নয়।

লোভ নাই, স্বার্থ নাই, জ্ঞানের ভাণ্ডার

ভরি তোলে-- সবা লাগি মুক্ত তার দ্বার।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.