© Kriya Unlimited, 2010 - 2023
অবুঝ, বুঝি মরিস খুঁজি
কোথায় দূর-পানে
বাহিরে আঁখি বাঁধা--
বুকের মাঝে চাহিস না যে,
ঘুরিস কোন্খানে
তাই তো লাগে ধাঁধা।