অস্তাচলের প্রান্ত থেকে
তরুণ দল'কে গেলেম ডেকে
উদয়পথের পানে--
ক্লান্ত প্রাণের প্রদীপশিখা
পরিয়ে দিবে আলোর টিকা
নূতন-জাগা প্রাণে।