৫৯ (potito khetrer dhusorito bhume)
পতিত ক্ষেতের ধূসরিত ভূমে
আগামী ফসল নিমগন ঘুমে,
আলোর আড়ালে ভূতলের নীচে
সোনার স্বপন অঙ্কুরিছে
মাটির মন্ত্রবলে।
সে মহামন্ত্র আশীর্বাদের
গোপনে লভিছে মন তোমাদের,
ভবিষ্যতের উদার আশার
সেই তো বাহন-- পুণ্যভাষার
ধীরে ধীরে ফল ফলে।
মিলাইয়া হাত দেবে ও মানবে
একত্র হয়ে কাজ করি যবে
পৌরুষ তবে সার্থক হয়,
দেবতাপ্রসাদ নিজগুণে লয়--
জিৎ হয় মানবেরই।
আকাশের আলো বৃষ্টির জল
যত কেন নামে সবই নিষ্ফল--
নিজের শক্তি না যদি জাগাই
তবে কাঁটাগাছ আর আগাছাই
মাঠ বাট ফেলে ঘেরি।