প্রভাতের 'পরে দক্ষিণ করে
রবির আশীর্বাদ--
নূতন জনমে নব নব দিন
তোমার জীবন করুক নবীন
অমল আলোকে দূরে হোক লীন
রজনীর অবসাদ।