৪৩ (toroni beye sheshe)


তরণী বেয়ে শেষে

      এসেছি ভাঙা ঘাটে--

স্থলে না মেলে ঠাঁই,

      জলে না দিন কাটে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •