শীতের বিদায় (sheeter biday)

বসন্ত বালক মুখ-ভরা হাসিটি,

    বাতাস ব'য়ে ওড়ে চুল--

শীত চলে যায়, মারে তার গায়

    মোটা মোটা গোটা ফুল।

আঁচল ভ'রে গেছে শত ফুলের মেলা,

গোলাপ ছুঁড়ে মারে টগর চাঁপা বেলা--

শীত বলে, "ভাই, এ কেমন খেলা,

    যাবার বেলা হল, আসি।'

বসন্ত হাসিয়ে বসন ধ'রে টানে,

পাগল ক'রে দেয় কুহু কুহু গানে,

ফুলের গন্ধ নিয়ে প্রাণের 'পরে হানে--

    হাসির 'পরে হানে হাসি।

ওড়ে ফুলের রেণু, ফুলের পরিমল,

ফুলের পাপড়ি উড়ে করে যে বিকল--

কুসুমিত শাখা, বনপথ ঢাকা,

    ফুলের 'পরে পড়ে ফুল।

দক্ষিনে বাতাসে ওড়ে শীতের বেশ,

উড়ে উড়ে পড়ে শীতের শুভ্র কেশ;

কোন্‌ পথে যাবে না পায় উদ্দেশ,

        হয়ে যায় দিক ভুল।

  বসন্ত বালক হেসেই কুটিকুটি,

  টলমল করে রাঙা চরণ দুটি,

  গান গেয়ে পিছে ধায় ছুটিছুটি --

        বনে লুটোপুটি যায়।

  নদী তালি দেয় শত হাত তুলি,

  বলাবলি করে ডালপালাগুলি,

  লতায় লতায় হেসে কোলাকুলি --

        অঙ্গুলি তুলি চায়।

  রঙ্গ দেখে হাসে মল্লিকা মালতী,

  আশেপাশে হাসে কতই জাতী যূথী,

  মুখে বসন দিয়ে হাসে লজ্জাবতী --

        বনফুলবধূগুলি।

  কত পাখি ডাকে কত পাখি গায়,

  কিচিমিচিকিচি কত উড়ে যায়,

  এ পাশে ও পাশে মাথাটি হেলায় --

        নাচে পুচ্ছখানি তুলি।

  শীত চলে যায়, ফিরে ফিরে চায়,

  মনে মনে ভাবে "এ কেমন বিদায়' --

  হাসির জ্বালায় কাঁদিয়ে পালায়,

        ফুলঘায় হার মানে।

  শুকনো পাতা তার সঙ্গে উড়ে যায়,

  উত্তরে বাতাস করে হায়-হায় --

  আপাদমস্তক ঢেকে কুয়াশায়

        শীত গেল কোন্‌খানে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.