পুতুল ভাঙা (putul bhanga)

"সাত-আটটে সাতাশ," আমি

          বলেছিলাম বলে

গুরুমশায় আমার 'পরে

          উঠল রাগে জ্বলে।

মা গো, তুমি পাঁচ পয়সায়

          এবার রথের দিনে

সেই যে রঙিন পুতুলখানি

          আপনি দিলে কিনে

খাতার নিচে ছিল ঢাকা;

          দেখালে এক ছেলে,

গুরুমশায় রেগেমেগে

          ভেঙে দিলেন ফেলে।

বল্লেন, "তোর দিনরাত্তির

          কেবল যত খেলা।

একটুও তোর মন বসে না

          পড়াশুনার বেলা!"

মা গো, আমি জানাই কাকে?

          ওঁর কি গুরু আছে?

আমি যদি নালিশ করি

          এক্‌খনি তাঁর কাছে?

কোনোরকম খেলার পুতুল

          নেই কি, মা, ওঁর ঘরে

সত্যি কি ওঁর একটুও মন

          নেই পুতুলের 'পরে?

সকালসাঁজে তাদের নিয়ে

          করতে গিয়ে খেলা

কোনো পড়ায় করেন নি কি

          কোনোরকম হেলা?

ওঁর যদি সেই পুতুল নিয়ে

          ভাঙেন কেহ রাগে,

বল দেখি, মা, ওঁর মনে তা

          কেমনতরো লাগে?

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.