২৬ (ajike tumi ghumao ame jagiya)

আজিকে তুমি ঘুমাও, আমি জাগিয়া রব দুয়ারে--

রাখিব জ্বালি আলো।

তুমি তো ভালো বেসেছ, আজি একাকী শুধু আমারে

বাসিতে হবে ভালো।

আমার লাগি তোমারে আর হবে না কভু সাজিতে,

তোমার লাগি আমি

এখন হতে হৃদয়খানি সাজায়ে ফুলরাজিতে

রাখিব দিনযামী।

তোমার বাহু কত-না দিন শ্রান্তি-দুখ ভুলিয়া

গিয়েছে সেবা করি,

আজিকে তারে সকল তার কর্ম হতে তুলিয়া

রাখিব শিরে ধরি।

এবার তুমি তোমার পূজা সাঙ্গ করি চলিলে

সঁপিয়া মনপ্রাণ,

এখন হতে আমার পূজা লহো গো আঁখিসলিলে--

আমার স্তবগান।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.