১৯ (pagol basantodin kotobar otithir beshe)

পাগল বসন্তদিন কতবার অতিথির বেশে

তোমার আমার দ্বারে বীণা হাতে এসেছিল হেসে

লয়ে তার কত গীত, কত মন্ত্র মন ভুলাবার,

জাদু করিবার কত পুষ্পপত্র আয়োজন-ভার।

কুহুতানে হেঁকে গেছে, খোলো ওগো, খোলো দ্বার খোলো।

কাজকর্ম ভোলো আজি, ভোলো বিশ্ব, আপনারে ভোলো।

এসে এসে কত দিন চলে গেছে দ্বারে দিয়ে নাড়া-

আমি ছিনু কোন্‌ কাজে, তুমি তারে দাও নাই সাড়া।

আজ তুমি চলে গেছ, সে এল দক্ষিণবায়ু বাহি-

আজ তারে ক্ষণকাল ভুলে থাকি হেন সাধ্য নাহি।

আনিছে সে দৃষ্টি তব, তোমার প্রকাশহীন বাণী,

মর্মরি তুলিছে কুঞ্জে তোমার আকুল চিত্তখানি।

মিলনের দিনে যারে কতবার দিয়েছিনু ফাঁকি

তোমার বিচ্ছেদ তারে শূন্যঘরে আনে ডাকি ডাকি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.