২ (se jokhon beche chhilo go)


সে যখন বেঁচে ছিল গো, তখন

যা দিয়েছে বারবার

তার প্রতিদান দিব যে এখন

সে সময় নাহি আর।

রজনী তাহার হয়েছে প্রভাত,

তুমি তারে আজি লয়েছ হে নাথ--

তোমারি চরণে দিলাম সঁপিয়া

কৃতজ্ঞ উপহার।

তার কাছে যত করেছিনু দোষ,

যত ঘটেছিল ত্রুটি,

তোমা-কাছে তার মাগি লব ক্ষমা

চরণের তলে লুটি।

তারে যাহা-কিছু দেওয়া হয় নাই,

তারে যাহা-কিছু সঁপিবারে চাই,

তোমারি পূজার থালায় ধরিনু

আজি সে প্রেমের হার।

 

 

  •  
  •  
  •  
  •  
  •