১৮ (songsar sajaye tumi achhile romoni)

সংসার সাজায়ে তুমি আছিলে রমণী,

আমার জীবন আজি সাজাও তেমনি

নির্মল সুন্দর করে। ফেলি দাও বাছি

যেথা আছে যত ক্ষুদ্র তৃণকুটাগাছি--

অনেক আলস্যক্লান্ত দিনরজনীর

উপেক্ষিত ছিন্নক্ষণ্ড যত। আনো নীর,

সকল কলঙ্ক আজি করো গো মার্জনা,

বাহিরে ফেলিয়া দাও যত আবর্জনা।

যেথা মোর পূজাগৃহ নিভৃত মন্দিরে

সেথায় নীরবে এসো দ্বার খুলি ধীরে-

মঙ্গলকনকঘটে পুণ্যতীর্থজল

সযত্নে ভরিয়া রাখো, পূজাশতদল

স্বহস্তে তুলিয়া আনো। সেথা দুইজনে

দেবতার সম্মুখেতে বসি একাসনে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.