১০ (tomar sokol kotha bolo nai)

তোমার সকল কথা বল নাই, পার নি বলিতে,

আপনারে খর্ব করি রেখেছিলে তুমি, হে লজ্জিতে,

যতদিন ছিলে হেথা। হৃদয়ের গূঢ় আশাগুলি

যখন চাহিত তারা কাঁদিয়া উঠিতে কণ্ঠ তুলি

তর্জনী-ইঙ্গিতে তুমি গোপন করিতে সাবধান

ব্যাকুল সংকোচবশে, পাছে ভুলে পায় অপমান।

আপনার অধিকার নীরবে নির্মম নিজকরে

রেখেছিলে সংসারের সবার পশ্চাতে হেলাভরে।

লজ্জার অতীত আজি মৃত্যুতে হয়েছ মহীয়সী--

মোর হৃদিপদ্মদলে নিখিলের অগোচরে বসি

নতনেত্রে বলো তব জীবনের অসমাপ্ত কথা

ভাষাবাধাহীন বাক্যে। দেহমুক্ত তব বাহুলতা

জড়াইয়া দাও মর্মের মাঝারে একবার--

আমার অন্তরে রাখো তোমার অন্তিম অধিকার।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.