প্রভু, আজি তোমার দক্ষিণ হাত রেখো না ঢাকি। এসেছি তোমারে, হে নাথ, পরাতে রাখী। যদি বাঁধি তোমার হাতে পড়ব বাঁধা সবার সাথে, যেখানে যে আছে কেহই রবে না বাকি। আজি যেন ভেদ নাহি রয় আপনা পরে, তোমায় যেন এক দেখি হে বাহিরে ঘরে। তোমার সাথে যে বিচ্ছেদে ঘুরে বেড়াই কেঁদে কেঁদে, ক্ষণেক-তরে ঘুচাতে তাই তোমারে ডাকি।
অন্নহারা গৃহহারা চায় ঊর্ধ্বপানে, ডাকে ভগবানে। যে দেশে সে ভগবান মানুষের হৃদয়ে হৃদয়ে সাড়া দেন বীর্যরূপে দুঃখে কষ্টে ভয়ে, সে দেশের দৈন্য হবে ক্ষয়, হবে তার জয়।