ভেবেছিলাম চেয়ে নেব, চাই নি সাহস করে-- সন্ধেবেলায় যে মালাটি গলায় ছিলে পরে-- আমি চাই নি সাহস করে। ভেবেছিলাম সকাল হলে যখন পারে যাবে চলে ছিন্ন মালা শয্যাতলে রইবে বুঝি পড়ে। তাই আমি কাঙালের মতো এসেছিলেম ভোরে-- তবু চাই নি সাহস করে। এ তো মালা নয় গো, এ যে তোমার তরবারি। জ্বলে ওঠে আগুন যেন, বজ্র-হেন ভারী-- এ যে তোমার তরবারি। তরুণ আলো জানলা বেয়ে পড়ল তোমার শয়ন ছেয়ে, ভোরের পাখি শুধায় গেয়ে "কী পেলি তুই নারী'। নয় এ মালা, নয় এ থালা, গন্ধজলের ঝারি, এ যে ভীষণ তরবারি। তাই তো আমি ভাবি বসে এ কী তোমার দান। কোথায় এরে লুকিয়ে রাখি নাই যে হেন স্থান। ওগো, এ কী তোমার দান। শক্তিহীনা মরি লাজে, এ ভূষণ কি আমায় সাজে। রাখতে গেলে বুকের মাঝে ব্যথা যে পায় প্রাণ। তবু আমি বইব বুকে এই বেদনার মান-- নিয়ে তোমারি এই দান। আজকে হতে জগৎমাঝে ছাড়ব আমি ভয়, আজ হতে মোর সকল কাজে তোমার হবে জয়-- আমি ছাড়ব সকল ভয়। মরণকে মোর দোসর করে রেখে গেছ আমার ঘরে, আমি তারে বরণ ক'রে রাখব পরান-ময়। তোমার তরবারি আমার করবে বাঁধন ক্ষয়। আমি ছাড়ব সকল ভয়। তোমার লাগি অঙ্গ ভরি করব না আর সাজ। নাই-বা তুমি ফিরে এলে ওগো হৃদয়রাজ। আমি করব না আর সাজ। ধুলায় বসে তোমার তরে কাঁদব না আর একলা ঘরে, তোমার লাগি ঘরে-পরে মানব না আর লাজ। তোমার তরবারি আমায় সাজিয়ে দিল আজ, আমি করব না আর সাজ।
তুমি মোরে অর্পিয়াছ যত অধিকার ক্ষুণ্ন না করিয়া কভু কণামাত্র তার সম্পূর্ণ সঁপিয়া দিব তোমার চরণে অকুণ্ঠিত রাখি তারে বিপদে মরণে। জীবন সার্থক হবে তবে। চিরদিন জ্ঞান যেন থাকে মুক্ত শৃঙ্খলাবিহীন। ভক্তি যেন ভয়ে নাহি হয় পদানত পৃথিবীর কারো কাছে। শুভচেষ্টা যত কোনো বাধা নাহি মানে কোনো শক্তি হতে আত্মা যেন দিবারাত্রি অবারিত স্রোতে সকল উদ্যম লয়ে ধায় তোমা-পানে সর্ব বন্ধ টুটি। সদা লেখা থাকে প্রাণে "তুমি যা দিয়েছ মোরে অধিকারভার তাহা কেড়ে নিতে দিলে অমান্য তোমার।'
THE CLOUD said to me, 'I vanish'; the Night said, 'I plunge into the fiery dawn.' The Pain said, I remain in deep silence as his footprint.' 'I die into the fulness,' said my life to me. The Earth said, 'My lights kiss your thoughts every moment.' 'The days pass,' Love said, 'but I wait for you.' Death said, 'I ply the boat of your life across the sea.'