বসন্তের ফুল তোরই সুধাস্পর্শে লেপা আমারে করিল আজি এপ্রিলের ক্ষেপা। পাকা চুল কেঁচে গেল, বুদ্ধি গেল ফেঁসে-- যে দেখে আমার দশা সেই যায় হেসে। বিনা বাক্যে ঘটাইলি এমন প্রমাদ, তারি সঙ্গে আছে আরো বচনের ফাঁদ। আমি যে মেনেছি হার নিজেরেই ছলি, অবোধ সেজেছি কেন কারণটা বলি। বিপাকের সেতু একা নহে তরিবার-- পাশে এসে ধরো হাত, জোড়ে হব পার।
THE RAIN FELL fast. The river rushed and hissed. It licked up and swallowed the island, while I waited alone on the lessening bank with my sheaves of corn in a heap. From the shadows of the opposite shore the boat crosses with a woman at the helm. I cry to her, 'Come to my island coiled round with hungry water, and take away my year's harvest.' She comes, and takes all that I have to the last grain; I ask her to take me. But she says, 'No'-the boat is laden with my gift and no room is left for me.