জগৎ জুড়ে উদার সুরে আনন্দগান বাজে, সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া-মাঝে। বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিব ভালো, হৃদয়সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে। নয়নদুটি মেলিলে কবে পরান হবে খুশি, যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব তুষি। রয়েছ তুমি, এ কথা কবে জীবন-মাঝে সহজ হবে, আপনি কবে তোমারি নাম ধ্বনিবে সব কাজে।
WHEN THE market is over and they return homewards through the dusk, I sit at the wayside to watch thee plying thy boat, Crossing the dark water with the sunset gleam upon thy sail; I see thy silent figure standing at the helm and suddenly catch thy eyes gazing upon me; I leave my song; and cry to thee to take me across.