সবা হতে রাখব তোমায় আড়াল ক'রে হেন পূজার ঘর কোথা পাই আমার ঘরে। যদি আমার দিনে রাতে, যদি আমার সবার সাথে দয়া ক'রে দাও ধরা, তো রাখব ধরে। মান দিব যে তেমন মানী নই তো আমি, পূজা করি সে আয়োজন নাই তো স্বামী। যদি তোমায় ভালোবাসি, আপনি বেজে উঠবে বাঁশি, আপনি ফুটে উঠবে কুসুম, কানন ভরে।
লেখন আমার ম্লান হয়ে আসে অক্ষরে এখন গোপনে ফুটিয়া উঠিছে, অন্তরে। অনাহত বাণী মনে তুলে নিয়ে রেখো তারে তব স্মরণে স্থায়ী হয়ে যাবে যখন সে বাণী তরিয়া যাইবে মরণে।