যে থাকে থাক্-না দ্বারে, যে যাবি যা-না পারে। যদি ওই ভোরের পাখি তোরি নাম যায় রে ডাকি, একা তুই চলে যা রে। কুঁড়ি চায়, আঁধার রাতে শিশিরের রসে মাতে। ফোটা ফুল চায় না নিশা, প্রাণে তার আলোর তৃষা, কাঁদে সে অন্ধকারে।
প্রেমের হাতে ধরা দেব তাই রয়েছি বসে; অনেক দেরি হয়ে গেল, দোষী অনেক দোষে। বিধিবিধান-বাঁধনডোরে ধরতে আসে, যাই সে সরে, তার লাগি যা শাস্তি নেবার নেব মনের তোষে। প্রেমের হাতে ধরা দেব তাই রয়েছি বসে। লোকে আমায় নিন্দা করে, নিন্দা সে নয় মিছে, সকল নিন্দা মাথায় ধরে রব সবার নীচে। শেষ হয়ে যে গেল বেলা, ভাঙল বেচা-কেনার মেলা, ডাকতে যারা এসেছিল ফিরল তারা রোষে। প্রেমের হাতে ধরা দেব তাই রয়েছি বসে।