অসীম আকাশে মহাতপস্বী মহাকাল আছে জাগি। আজিও যাহারে কেহ নাহি জানে, দেয় নি যে দেখা আজো কোনোখানে, সেই অভাবিত কল্পনাতীত আবির্ভাবের লাগি মহাকাল আছে জাগি। বাতাসে আকাশে যে নবরাগিণী জগতে কোথাও কখনো জাগে নি রহস্যলোকে তারি গান সাধা চলে অনাহত রবে। ভেঙে যাবে বাঁধ স্বর্গপুরের, প্লাবন বহিবে নূতন সুরের, বধির যুগের প্রাচীন প্রাচীর ভেসে চলে যাবে তবে। যার পরিচয় কারো মনে নাই, যার নাম কভু কেহ শোনে নাই, না জেনে নিখিল পড়ে আছে পথে যার দরশন মাগি-- তারি সত্যের অপরূপ রসে চমকিবে মন অভূত পরশে, মৃত পুরাতন জড় আবরণ মুহূর্তে যাবে ভাগি, যুগ যুগ ধরি তাহার আশায় মহাকাল আছে জাগি।
THE NIGHT deepens and the dying flame flickers in the lamp. I forgot to notice when the evening-like a village girl who has filled her pitcher at the river a last time for that day-closed the door on her cabin. I was speaking to you, my love, with mind barely conscious of my voice-tell me, had it any meaning? Did it bring you any message from beyond life's borders? For now, since my voice has ceased, I feel the night throbbing with thoughts that gaze in awe at the abyss of their dumbness.