Stray Birds
(WHILE THE glass lamp rebukes the earthen)
53
WHILE THE glass lamp rebukes the earthen for calling it cousin, the moon rises, and the glass lamp, with a bland smile, calls her,'My dear, dear sister.'
আমার এ ঘরে আপনার করে গৃহদীপখানি জ্বালো। সব দুখশোক সার্থক হোক লভিয়া তোমারি আলো। কোণে কোণে যত লুকানো আঁধার মরুক ধন্য হয়ে, তোমারি পুণ্য আলোকে বসিয়া প্রিয়জনে বাসি ভালো। আমার এ ঘরে আপনার করে গৃহদীপখানি জ্বালো। পরশমণির প্রদীপ তোমার অচপল তার জ্যোতি, সোনা করে নিক পলকে আমার সব কলঙ্ক কালো। আমার এ ঘরে আপনার করে গৃহদীপখানি জ্বালো। আমি যত দীপ জ্বালি শুধু তার জ্বালা আর শুধু কালি, আমার ঘরে দুয়ারে শিয়রে তোমারি কিরণ ঢালো। আমার এ ঘরে আপনার করে গৃহদীপখানি জ্বালো।