6
Verses
কল্যাণপ্রতিমা শান্তা সেবা-সুধা-ভরা
লক্ষ্মী তুমি এ ধরায় দিয়েছিলে ধরা।
পূর্ণ করেছিলে গৃহ ভক্তি প্রীতি স্নেহে,
নিজেরে করেছ দান বাক্যে মনে দেহে।
যাঁর সেবা করেছিলে সংসারের কাজে
তাঁরই পূজা করো গিয়ে অনন্তের মাঝে।
পুণ্য হোক তব যাত্রা, শুভ হোক গতি,
অনন্তপিতার কোলে শান্তি পাও সতী!
আরো দেখুন