২২ (aachhi aami bindurupe)

আছি আমি বিন্দুরূপে, হে অন্তরযামী

আছি আমি বিশ্বকেন্দ্রস্থলে। "আছি আমি'

এ কথা স্মরিলে মনে মহান্‌ বিস্ময়

আকুল করিয়া দেয়,স্তব্ধ এ হৃদয়

প্রকাণ্ড রহস্যভারে। "আছি আর আছে'

অন্তহীন আদি প্রহেলিকা, কার কাছে

শুধাইব অর্থ এর! তত্ত্ববিদ্‌ তাই

কহিতেছে,"এ নিখিলে আর কিছু নাই,

শুধু এক আছে।' করে তারা একাকার

অস্তিত্বরহস্যরাশি করি অস্বীকার।

একমাত্র তুমি জান এ ভবসংসারে

যে আদি গোপন তত্ত্ব, আমি কবি তারে

চিরকাল সবিনয়ে স্বীকার করিয়া

অপার বিস্ময়ে চিত্ত রাখিব ভরিয়া।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.