সংযোজন - ৮ (birohobotsor pore miloner bina)

বিরহবৎসর-পরে মিলনের বীণা

তেমন উন্মাদ-মন্দ্রে কেন বাজিলি না।

কেন তোর সপ্তস্বর সপ্তস্বর্গপানে

ছুটিয়া গেল না ঊর্ধ্বে উদ্দাম-পরানে

বসন্তে-মানস-যাত্রী বলাকার মতো।

কেন তোর সর্ব তন্ত্র সবলে প্রহত

মিলিত ঝংকার-ভরে কাঁপিয়া কাঁদিয়া

আনন্দের আর্তরবে চিত্ত উন্মাদিয়া

উঠিল না বাজি। হতাশ্বাস মৃদুস্বরে

গুঞ্জরিয়া গুঞ্জরিয়া লাজে শঙ্কাভরে

কেন মৌন হল। তবে কি আমারি প্রিয়া

সে পরশ-নিপুণতা গিয়াছে ভুলিয়া।

তবে কি আমারি বীণা ধূলিচ্ছন্ন-তার

সেদিনের মতো ক'রে বাজে নাকো আর।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.