সংযোজন - ৪ (diyechho prosroy more korunaniloy)

দিয়েছ প্রশ্রয় মোরে, করুণানিলয়,

হে প্রভু, প্রত্যহ মোরে দিয়েছ প্রশ্রয়।

ফিরেছি আপন-মনে আলসে লালসে

বিলাসে আবেশে ভেসে প্রবৃত্তির বশে

নানা পথে, নানা ব্যর্থ কাজে-- তুমি তবু

তখনো যে সাথে সাথে ছিলে মোর প্রভু,

আজ তাহা জানি। যে অলস চিন্তা-লতা

প্রচুরপল্লবাকীর্ণ ঘন জটিলতা

হৃদয়ে বেষ্টিয়া ছিল, তারি শাখাজালে

তোমার চিন্তার ফুল আপনি ফুটালে

নিগূঢ় শিকড়ে তার বিন্দু বিন্দু সুধা

গোপনে সিঞ্চন করি। দিয়ে তৃষ্ণা-ক্ষুধা,

দিয়ে দণ্ড-পুরস্কার সুখ-দুঃখ-ভয়

নিয়ত টানিয়া কাছে দিয়েছ প্রশ্রয়।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.