১২ (haay gafan nohile tomaare dhoribe)

"হায়    গগন নহিলে তোমারে ধরিবে কে বা

ওগো   তপন তোমার স্বপন দেখি যে,করিতে পারি নে সেবা।'

                  শিশির কহিল কাঁদিয়া,

                  "তোমারে রাখি যে বাঁধিয়া

          হে রবি,এমন নাহিকো আমার বল।

          তোমা বিনা তাই ক্ষুদ্র জীবন কেবলি অশ্রুজল।'

        

 

"আমি    বিপুল কিরণে ভুবন করি যে আলো,

তবু    শিশিরটুকুরে ধরা দিতে পারি

          বাসিতে পারি যে ভালো।'

          শিশিরের বুকে আসিয়া

          কহিল তপন হাসিয়া,

"ছোটো হয়ে আমি রহিব তোমারে ভরি,

      তোমার ক্ষুদ্র জীবন গড়িব

          হাসির মতন করি।'

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.