৩ (mor kichhu dhan aachhe sangsaare)

মোর কিছু ধন আছে সংসারে,

     বাকি সব ধন স্বপনে

        নিভৃতস্বপনে।

ওগো কোথা মোর আশার অতীত,

ওগো কোথা তুমি পরশচকিত,

      কোথা গো স্বপনবিহারী।

তুমি এসো এসো গভীর গোপনে,

এসো গো নিবিড় নীরব চরণে

      বসনে প্রদীপ নিবারি,

       এসো গো গোপনে।

মোর কিছু ধন আছে সংসারে

বাকি সব আছে স্বপনে  

      নিভৃত  স্বপনে।

 

রাজপথ দিয়ে আসিয়ো না তুমি,

      পথ ভরিয়াছে আলোকে

          প্রখর  আলোকে।

সবার অজানা, হে মোর বিদেশী,

তোমারে না যেন দেখে প্রতিবেশী,

      হে মোর স্বপনবিহারী।

তোমারে চিনিব প্রাণের পুলকে,

চিনিব সজল আঁখির পলকে,

      চিনিব বিরলে নেহারি

         পরমপুলকে।

এসো প্রদোষের ছায়াতল দিয়ে,

      এসো না পথের আলোকে

           প্রখরআলোকে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.