সংযোজন - ৭ (nana gan geye phiri nana lokaloy)

নানা গান গেয়ে ফিরি নানা লোকালয়;

হেরি সে মত্ততা মোর বৃদ্ধ আসি কয়,

"তাঁর ভৃত্য হয়ে তোর এ কী চপলতা।

কেন হাস্য-পরিহাস, প্রণয়ের কথা,

কেন ঘরে ঘরে ফিরি তুচ্ছ গীতরসে

ভুলাস এ সংসারের সহস্র অলসে।'

দিয়েছি উত্তর তাঁরে, "ওগো পক্ককেশ,

আমার বীণায় বাজে তাঁহারি আদেশ।

যে আনন্দে যে অনন্ত চিত্তবেদনায়

ধ্বনিত মানবপ্রাণ, আমার বীণায়

দিয়েছেন তারি সুর-- সে তাঁহারি দান।

সাধ্য নাই নষ্ট করি সে বিচিত্র গান।

তব আজ্ঞা রক্ষা করি নাই সে ক্ষমতা,

সাধ্য নাই তাঁর আজ্ঞা করিতে অন্যথা।'

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.