১৮ (tomaar beenaay kato taar aachhe)


তোমার বীণায় কত তার আছে

      কত-না সুরে,

আমি তার সাথে আমার তারটি

      দিব গো জুড়ে।

তার পর হতে প্রভাতে সাঁঝে

তব বিচিত্র রাগিণীমাঝে

আমারো হৃদয় রণিয়া রণিয়া

      বাজিবে তবে।

তোমার সুরেতে আমার পরান

      জড়ায়ে রবে।

 

তোমার তারায় মোর আশাদীপ

     রাখিব জ্বালি।

তোমার কুসুমে আমার বাসনা

     দিব গো ঢালি।

তার পর হতে নিশীথে প্রাতে

তব বিচিত্র শোভার সাথে

আমারো হৃদয় জ্বলিবে ফুটিবে,

     দুলিবে সুখে--

মোর পরানের ছায়াটি পড়িবে

     তোমার মুখে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •