সুরুল, ৯ ভাদ্র, ১৩২১


 

১১ (ami je ar soite pari ne)


আমি যে আর সইতে পারি নে।

      সুরে বাজে মনের মাঝে গো

    কথা দিয়ে কইতে পারি নে।

   হৃদয়-লতা নুয়ে পড়ে

     ব্যথাভরা ফুলের ভরে গো,

     আমি সে আর বইতে পারি নে।

আজি আমার নিবিড় অন্তরে

       কী হাওয়াতে কাঁপিয়ে দিল গো

পুলক-লাগা আকুল মর্মরে।

কোন্‌ গুণী আজ উদাস প্রাতে

মীড় দিয়েছে কোন্‌ বীণাতে গো,

         ঘরে যে আর রইতে পারি নে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •